28175

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনশনে ববি শিক্ষার্থী

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনশনে ববি শিক্ষার্থী

2023-08-17 13:56:39

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রাবাসে নির্যাতনের শিকার ছাত্রলীগ কর্মী আয়াত উল্লাহ আমরণ অনশনে শুরু করেছেন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে কর্মসূচি শুরু করেন তিনি। আয়াত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হামলাকারী গ্রেপ্তার না হবেন ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাব। হামলায় আমি পঙ্গু হতে চলেছি। কারা আমার ওপরে হামলা চালিয়েছে তা আমি সংবাদ সম্মেলন করে সকলকে জানিয়েছি। কিন্তু রহস্যজনক কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ হামলাকারীদের ধরছে না। হামলাকারীরা ক্যাম্পাসে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের নিয়ে শোক দিবসের অনুষ্ঠান করছে। কিন্তু আমার কোনো খোঁজ কেউ নিচ্ছে না। উল্টো আমাকে অনশন থেকে উঠিয়ে দিতে নানা তৎপরতা চালাচ্ছে।

আয়াত উল্লাহ বলেন, ছাত্রলীগ পরিচয়ধারী শান্ত-নাভিদ-শরীফ গ্রুপ হলে ঢুকে আমাদের পিটিয়ে-কুপিয়ে জখম করেছে। আমি সন্ত্রাসীদের হামলায় পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মাহফুজ আলম বলেন, আয়াতের অনশনের কথা শুনে আমি সেখানে গিয়েছি। তাকে বোঝানো হয়েছে যে, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করছে। তদন্ত শেষে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি জানান, হামলার ঘটনায় হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক হারুন অর রশিদকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে শনিবার (৫ আগস্ট) মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসে হেলমেট, মাস্কধারীরা প্রবেশ করে কক্ষ তল্লাশি চালিয়ে হামলা চালায়। হামলাকারীরা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। আহত আয়াত উল্লাহ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের কোনো অনুমোদিত কমিটি নেই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]