28199

৭ কলেজ : ‘বিষয় ও কলেজ’ মনোনয়নের ১ম তালিকা প্রকাশ কাল

৭ কলেজ : ‘বিষয় ও কলেজ’ মনোনয়নের ১ম তালিকা প্রকাশ কাল

2023-08-20 17:38:45

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের ১ম তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে।

রোববার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, এ বছর সাত কলেজে আসন পাওয়ার জন্য ৩৯ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে আগামীকাল (সোমবার) ১ম মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। যদি কোনো যান্ত্রিক গোলযোগ তৈরি না হয় তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই তালিকা প্রকাশ করার ব্যাপারে আমরা আশাবাদী।

নির্ধারিত ওয়েবসাইটে (http://7college.du.ac.bd) শিক্ষার্থীরা প্রবেশ করে অ্যাডমিশন অপশনে ক্লিক করে উচ্চ মাধ্যমিক রোল নম্বর, উচ্চ মাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন।

আসন খালি থাকা সাপেক্ষে পর্যায়ক্রমে পাঁচটি মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে জানিয়ে ড. মোস্তাফিজ আরও বলেন, ১ম মনোনয়ন তালিকার পরে ২য় মনোনয়ন তালিকা ২৭ আগস্ট প্রকাশ করা হবে। এরপর সুবিধামতো আরও ৩টি (আসন খালি থাকা সাপেক্ষে মোট পাঁচটি) মনোনয়ন তালিকা দেওয়া হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় নির্দেশনাও মনোনয়ন তালিকার সঙ্গে উল্লেখ করা হবে বলেও জানান তিনি।

অপরদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের আবেদন গত মাসের ১৬-৩০ তারিখ পর্যন্ত সম্পন্ন হয়েছে। যেসব শিক্ষার্থীরা পাশ করেছেন কেবল তারাই কলেজ ও বিষয়ের পছন্দক্রম উল্লেখ করে অনলাইনে আবেদন করতে পেরেছেন।

এবার মোট ৪৫ হাজার ৬২০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৭৭৩টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৭ হাজার ৩২০টি এবং বাণিজ্য ইউনিটে ১১ হাজার ৫২৭টি বিষয় ও কলেজ পছন্দের আবেদন জমা পড়েছে। এর বিপরীতে এ বছর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। যেখানে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]