28251

আজ ফের রাস্তায় নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা

আজ ফের রাস্তায় নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা

2023-08-27 14:39:40

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ’র শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে গণ-অনশন করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনশনের লক্ষ্যে ২৭ আগস্ট (রোববার) সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় সবাই উপস্থিত হবেন। এরপর বেলা ১১টায় নীলক্ষেত অভিমুখে রওনা হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গর্জে ওঠো হে ছাত্র সমাজ, গর্জে ওঠো। আগামী ২৭ আগস্ট, রোববার হচ্ছে আমাদের মরা-বাঁচার লড়াই।

ঢাবির এই অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের দাবি মানতে হবে, নয়তো ৭ কলেজকে আলাদা করতে হবে।

আমরা আমাদের ভাই-বোনদের জীবন বিপন্ন হতে দেব না। সবাই ২৭ তারিখের জন্য প্রস্তুত হোন। এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের রূপ নেবে।

অনেক অন্যায় সহ্য করেছি, অনেক আশ্বাস পেয়ে ফিরে এসেছি। আর না। হয় আমাদের দাবি মানবে, নয়তো আমাদের লাশ নিয়ে যাবে। এই আন্দোলনকে সফল করতে প্রয়োজন শুধু পুরো ৭ কলেজের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দাবি আমাদের একটাই, এক দফা এক দাবি। দীর্ঘ নয় মাস পর ফল প্রকাশের কারণে, সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়নের মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। ’

এর আগে গত বুধবার (২৩ আগস্ট) আন্দোলনের কথা থাকলেও শিক্ষকদের আশ্বাসে প্রাথমিকভাবে সেদিনের কর্মসূচি স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]