28439

আমার পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে: দীপক শীল

আমার পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে: দীপক শীল

2023-09-19 18:48:21

পিরোজপুর থেকে আমার পরিবারকে উচ্ছেদ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। গতরাতে আমাদের বাসায় ডুকে নগদ টাকা, স্বর্নলংকার এবং জমির দলিল চুরি করে নিয়েছে মা-বাবা আর বোনকে অচেতন করে।

কয়েকদিন আগে আমিসহ পরিবারের ৬ জনের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, যে ঘটনা উল্লেখ করে দেয়া হয়েছে সেদিন আমি পিরোজপুরেই ছিলাম না যা প্রমাণ আমি আদালতে হাজির করেছি।

আমাদের পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে অনেকেই, এর মধ্যে ১১ টা মিথ্যা দলিল করে নেয়ার চেষ্টা করছে যাহার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বিভিন্ন ভাবে আমাদের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়া হচ্ছে।
আমি আমার পরিবার নিয়ে বাংলাদেশ থাকতে চাই এবং আমার পৈত্রিক বসতবাড়িতেই।

লেখাটি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলের আইডি থেকে নেয়া

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]