28484

২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

2023-09-25 10:05:13

বিগত রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেনিং একাডেমির উদ্যোগে পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক লিটারেসি প্রোগ্রাম আয়োজিত হয়। এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রায় দেড় শতাধিক আইনের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর মাধ্যমে পুঁজিবাজারে কিভাবে বিনিয়োগ করতে হবে, কিভাবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নিতে হবে সে বিষয়ে সম্যক ধারনা প্রদান করা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার ড. রুমানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর ড. এটিএম তারিকুজ্জামান। ট্রেনিং সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেনিং একাডেমির হেড অব ট্রেনিং জনাব সৈয়দ আলআমিন রহমান। .

এই আয়োজনে স্বাগত বক্তব্য প্রদান করেন আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, এবং সমাপনী বক্তব্য প্রদান করেন আইন অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ড. সীমা জামান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম তার বক্তব্যে বলেন, একজন সচেতন বিনিয়োগকারী পুঁজিবাজারের সম্পদ। তিনি শুধু নিজের নন, তার দ্বারা সমগ্র বাজারের উপকৃত হয়।তিনি আরো বলেন, আমাদের দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

.

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ বলেন, আইনি কাঠামো হলো পুঁজিবাজারের মেরুদন্ড। এটির মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়ে থাকে। বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান হলো আমাদের প্রাথমিক দায়িত্ব। যে কোন ধরনের কারসাজি দূর করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা আগামী দিনের ভবিষ্যত। পুঁজিবাজারে বিনিয়োগ করার পাশাপাশি পুঁজিবাজারের আইনি কাঠামো ঠিক রাখার ক্ষেত্রে আইন বিভাগের ছাত্রছাত্রীগণ অবদান রাখতে পারে। এক্ষেত্রে আপনাদের গবেষণা ও পরামর্শদাতা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। আমি আশা করি আগামীতে ডিএসই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এই বিষয়ে গবেষণামূলক কাজ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান এই ধরণের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আয়োজনটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রভাষক মো: আজহার উদ্দিন ভূঁইয়া।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]