28493

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী

2023-09-26 10:01:38

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন করতে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন। ভাঙ্গা উপজেলা সদরের কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এ উপলক্ষ্যে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যার দিকে ভাঙ্গা রেলওয়ে জংশন ও ভাঙ্গার সমাবেশস্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার,জেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশের জন্য নির্বাচন করা স্টেডিয়াম পরিদর্শনকালে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ট্রেনে করে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলওয়ে জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গা উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর চাচার নামে করা কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর ফরিদপুরে আগমন উপলক্ষ্যে গতকাল আওয়ামী লীগের নেতা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সভা হয়েছে। প্রধানমন্ত্রীর ফরিদপুর সফরকে নিরাপদ ও জনসভার স্থানকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এই রেলপথ বানিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]