বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে সৈকত
2023-09-26 10:06:49
প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের প্রথম পর্বের ৪৫টি ম্যাচেরই আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে পরিচিত মুখ সৈকত থাকছেন ৫ ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে।
আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচে, ১৫ অক্টোবর দিল্লিতে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে এবং ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত।
এদিকে আহমেদাবাদে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ পরিচালনা করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ভারতের নিতীশ মেনন। এই ম্যাচে অস্ট্রেলিয়ার পল উইলসন ও বাংলাদেশের সৈকত থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে।
বিশ্বকাপের আগে গুয়াহাটিতে বাংলাদেশ-ইংল্যান্ড আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও আম্পায়ার হিসেবে থাকবেন ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা সৈকত। এ পর্যন্ত ১৫৯ টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি।