28520

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হয়েছেন ঢাকা কলেজের ৮ শিক্ষক

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হয়েছেন ঢাকা কলেজের ৮ শিক্ষক

2023-09-28 12:21:22

পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হয়েছেন ঢাকা কলেজের আট জন শিক্ষক। তারা বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর পর এ পদে পদোন্নতি পেলেন তারা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে এই আট জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেওয়া হয়েছে।

পদোন্নতি প্রাপ্তরা হলেন– ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহকারী অধ্যাপক আফরোজা পারভীন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল আলম ও মঞ্জুরা মোস্তফা, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নাজমুল কবির চৌধুরী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা আক্তার গাজী।

পদোন্নতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ইনসিটু বা সংযুক্ত সহযোগী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলে নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]