28548

ফ্যান ভেঙে জাবি শিক্ষার্থী আহত, লাইব্রেরি বন্ধ

ফ্যান ভেঙে জাবি শিক্ষার্থী আহত, লাইব্রেরি বন্ধ

2023-10-02 20:09:01

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়াশোনার সময় সিলিং ফ্যান ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহত আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনায় পুরাতন ফ্যান সংস্কারের জন্য দুই দিন লাইব্রেরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গ্রন্থাগারের পুরাতন ফ্যান পরিবর্তন ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি সংস্কারের জন্য মঙ্গল ও বুধবার গ্রন্থাগার বন্ধ থাকবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফারজানা নিপা বলেন, লাইব্রেরির সব ফ্যান অনেক পুরাতন। সেগুলো ঠিকমতো সংস্কার করা হয় না। আমার পাশেই ফ্যানটি ভেঙে পড়েছে। এতে একজন আহত হয়েছেন। মাত্র কয়েক সেন্টিমিটার ব্যবধানে আমি রক্ষা পেয়েছি। ফ্যানগুলো যদি সংস্কার করা না হয় তাহলে এভাবে আরও অনেকেই দুর্ঘটনার শিকার হবে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, দুপুরে লাইব্রেরির দুই তলায় চলন্ত ফ্যান খুলে পড়ে গেছে। এতে একজন আহত হয়েছেন। ফ্যানের নিচে থাকা দুজন বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। ফ্যান খুলে পড়ে মারাত্মক আহত হওয়ার ঘটনা আগেও ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষের টনক নড়েনি। মাঝেমধ্যেই এই ফ্যান খুলে পড়ে।

তিনি আরও বলেন, ফ্যানগুলো চেক করার জন্য দুই মাস আগে কিছু শিক্ষার্থী আবেদন জানিয়েছিলেন। কিন্তু যারা দায়িত্বে আছেন তারা এমন আবেদনের কথা অস্বীকার করেছেন। লাইব্রেরির দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ফ্যান ঠিক করার জন্য মিস্ত্রি ডাকলেও ঠিকমতো সাড়া পান না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত পরিচালক ও আইআইটি বিভাগের অধ্যাপক এম শামীম কায়সার বলেন, ১৯৮৬ সালে ফ্যানগুলো লাইব্রেরিতে লাগানো হয়। ফ্যান পরিবর্তনসহ অন্যান্য বিষয়ে প্রকৌশল অফিসে কয়েকবার চিঠি দিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজকের দুর্ঘটনা ঘটার পর আমি লাইব্রেরি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী দুই দিনের মধ্যে ফ্যানগুলো সংস্কার করবো। এগুলো ঠিক করতে যদি আমার পকেট থেকেও টাকা দিতে হয় তবুও দেব। কিন্তু দুইদিনের মধ্যেই ফ্যান ও যাবতীয় সমস্যার সমাধান করতে চাই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]