কানাডা সফরের আমন্ত্রণ পেলেন ঢাবি উপাচার্য
2023-10-03 21:21:52
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কানাডা সফরের আমন্ত্রণ পেয়েছেন। মঙ্গলবার ঢাবি উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে এ আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্যকে কানাডা সফরের আমন্ত্রণ জানানো হয়।
কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশ এবং কানাডার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুদেশের মধ্যে চলমান শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য কানাডার হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।