সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। তারপর সেই উইল অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে। প্রথমে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি এই পাঁচটি বিষয়ে পারদর্শী এবং সফল ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া শুরু হয়ে যায়। তারপর ১৯৬৯ সালে অর্থনীতি বিষয়টি যুক্ত করা হয়।
১৯০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৯৮৯ জন ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। যার মধ্যে ৯৫৪ জন ব্যাক্তি এবং ২৭টি সংস্থা। ২০২৩ সালে যেহেতু এখনও সমস্ত পুরস্কার দেওয়া হয়নি, সেহেতু সমস্ত পুরস্কার দেওয়া হলে আপডেট দিয়ে দেওয়া হবে।
❐ নোবেল পুরস্কার ২০২৩
ইতিমধ্যে নোবেল পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম এক এক করে ঘোষণা করে শুরু হয়েগেছে। আমরা আজ তাঁদের নাম, জন্মস্থান এবং কোন বিভাগ থেকে পেয়েছেন সেই গুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং সমস্ত পুরস্কার দেওয়া হলে আমরা ফাইনাল আপডেট এবং PDF তোমাদের সঙ্গে শেয়ার করবো।
চিকিৎসা বিজ্ঞান
হাঙ্গারির ক্যাটালিন কারিকো (Katalin Kariko) ও মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রু উইসম্যান (Drew Weissman) কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ (mRNA) টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পদার্থ বিজ্ঞান
মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি (Pierre Agostini), জার্মানির ফেরেঙ্ক ক্রাউস (Ferenc Krausz) ও সুইডেনের অ্যান ল’হুইলিয়ার (Anne L’Huillier) ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষামূলক পদ্ধতির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
রসায়ন বিজ্ঞান
মার্কিন যুক্তরাষ্ট্রের মৌঙ্গি জি বাওয়েন্দি (Moungi G. Bawendi), লুইস ই ব্রুস (Louis E. Brus) ও অ্যালেক্সি আই একিমভ (Alexei I. Ekimov) কোয়ান্টাম ডটস বা সেমিকন্ডাক্টর ন্যানোক্রিস্টাল কণার আবিষ্কার ও এর সংশ্লেষণ প্রক্রিয়ার বিশ্লেষণের জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সাহিত্য
নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে (Jon Olav Fosse)। তিনি তাঁর উদ্ভাবনী নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে, "তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য যা অকথ্যকে কণ্ঠ দেয়"।
শান্তি
ইরানে নারী নিপীড়নকে পরাস্ত করার জন্য লড়াই এবং সকলের জন্য স্বাধীনতা ও মানবাধিকার অর্জনে অপরিসীম সংগ্রামের জন্য নার্গিস মোহাম্মদী(Narges Mohammadi) 2023 সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন।
অর্থনীতি: অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন।