নীলক্ষেত অবরোধ করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা
2023-10-27 18:36:58
রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশীরা। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।
তাদের অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে ওই এলাকার যান চলাচল। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবি জানিয়ে আসছি আমরা। এসব দাবি আদায়ের জন্য গত ৩০ আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রাজু ভাস্কর্যের সামনেও আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। হঠাৎ আজ বিকেলে আমাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যার জন্য আমরা নীলক্ষেতে এসেছি।
আন্দোলনকারী ফাতেমা আক্তার সাথী বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এর আগে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করেছি, এখন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। পথে আমাদের নীলক্ষেত মোড়ে পুলিশ আটকে দিয়েছে। তাই আমরা নীলক্ষেত মোড়েই অবস্থান নিয়েছি।