28732

সমাবর্তনে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় রাখতে ছাত্রসমাজের প্রতি আহবান ছাত্রলীগের

সমাবর্তনে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় রাখতে ছাত্রসমাজের প্রতি আহবান ছাত্রলীগের

2023-10-29 07:53:55

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে আজ রোববার। এ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দেওয়া হবে। এই বিশেষ সমাবর্তনে প্রায় ১৯ হাজার শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিদের উপস্থিতিতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তনে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় রাখতে ছাত্রসমাজের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার (২৮ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, নেতৃত্ব, গবেষণা, প্রশাসন, বাণিজ্য সকল ক্ষেত্রে যোগ্য ও সেরা প্রতিনিধি তৈরি করলেও এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনন্যতা দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার বঙ্গবন্ধুকে ধারণ করতে পেরে গর্ববোধ করে।

আরও বলা হয়, চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করার কারণে বঙ্গবন্ধুকে বহিস্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ঐতিহাসিক ভুল করেছিলো বঙ্গবন্ধু তার জবাব দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্বদানের সুযোগ দিয়ে, স্বাধীন দেশে এই বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের মর্যাদাপূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করে।

বঙ্গবন্ধুকে সম্মান জানানোকে মাহেন্দ্রক্ষণে উল্লেখ করে আরব বলা হয়, দেশরত্ন শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনকে উৎসবমুখর স্মরণীয় করে রাখতে ছাত্রসমাজ, তরুণ-কিশোর-যুবক, নতুন প্রজন্মের প্রতিনিধির ঢল নামবে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। এছাড়াও,তারুণ্যের এই উচ্ছ্বাস, উন্মাদনা, উৎসবে সামিল হবার আহ্বান জানায় ছাত্রলীগ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]