৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা ঘোষিত সময়েই, আসনবিন্যাস প্রকাশ
2023-11-23 18:01:50
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রার্থীদের আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। পিএসসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
প্রার্থীদের পরীক্ষার হলের নাম দেখা যাবে এ লিংকে। এ ছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আসনবিন্যাস জানিয়ে দেওয়া হবে বলে পিএসসি জানিয়েছে।
দেশে চলমান রাজনৈতিক অবস্থা ও অবরোধের মধ্যে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি তুলেছিলেন কিছু পরীক্ষার্থী। তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, দেশে পরীক্ষা পেছানোর মতো অবস্থা তৈরি হয়নি। অনেকে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়েও পিএসসিকে বার্তা পাঠিয়েছেন। তাই ২৭ তারিখ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।