28966

চবি ছাত্রদলের মশাল মিছিল

চবি ছাত্রদলের মশাল মিছিল

2023-11-29 22:03:01

তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৮ টায় চবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে হাটহাজারী সড়কে মিছিল হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নকিব হোসাইন চৌধুরী, জাহেদ হোসেন, মোহাম্মদ মিছবাহ উদ্দন, মুহাম্মদ হিসাম উদ্দিন, মুহাম্মদ মিছবাহ উদ্দিন নাছিম, সাইফুল ইসলাম সায়েম, ওয়াহিদুর রহমান, আবু শাহাদাত মো: আদিল, মো: জহির উদ্দীন, মো: জামাল উদ্দিন, মিজানুর রহমান, মেহেদী হাসান, আনাছ হোসেন, ফরহাদ হোসেন সুমন, মোহাম্মদ তানভীরুল ইসলাম, মুহাম্মদ হারুন অর রশিদ, শাহাদাত হোসেন, বোরহান উদ্দিন, আজাহারুল ইসলামসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতারা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মামুন উর রশিদ মামুন বলেন, অনতিবিলম্বে এ অবৈধ তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]