29102

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

2023-12-24 13:35:02

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ষোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা। রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজ এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মান উন্নয়ন করা যায়, কীভাবে আরও যুক্তিসংগত পরীক্ষা নেয়া যায়, যাতে ভালো ছাত্র ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

সভায় জানানো হয়, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার পাশ মার্ক ৪০। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে। ৪ জানুয়ারি থেকে বিদেশি নাগরিকদের জন্য আবেদন নেয়া যাবে। আর দেশি শিক্ষার্থীদের জন্য ১১ জানুয়ারি আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দেয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে হয়ে যাবে। প্রবেশপত্র বিতরণ (ডাউনলোড) ৫ ফেব্রুয়ারি করা যাবে। ৮ ফেব্রুয়ারি আসনবণ্টন। ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় আরও জানানো হয়, দ্বিতীয় বার পরীক্ষা দিলে ১০ নাম্বার মাইনাস হবে। আর ১ মাস পর ডেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমবিবিএস এ আসন সংখ্যা নিয়ে জাহিদ মালেক জানান, গতবছরের তুলনায় এই বছর ১ হাজার ৩০টি সিট বাড়ানো হয়েছে। সরকারি মেডিকেলে ৫ হাজার ৩৮০টি সিট রয়েছে। বেসরকারিতে ৬ হাজার ৩৪৮টি আছে। আর্মি মেডিকেলে ৩৭৫টি সিট রয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]