29115

ফলাফল চ্যালেঞ্জ করে পাস করল ঢাকা বোর্ডের ১৪৯ পরীক্ষার্থী

ফলাফল চ্যালেঞ্জ করে পাস করল ঢাকা বোর্ডের ১৪৯ পরীক্ষার্থী

2023-12-26 15:45:25

পরীক্ষায় আশানুরূপ ফলাফল না আসায় ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জ (পুনর্নিরীক্ষণ) করেছিলেন ৬৫ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে পুনর্নিরীক্ষণের ফলাফলে দেখা গেছে তাদের মধ্যে ফেল করা ১৪৯ পরীক্ষার্থী পাস করেছেন। এই বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন। আর ফলাফল পরিবর্তন হয়েছে ২ হাজার ২৩৭ জনের।

শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। এসএমএসের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকেও পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

এক্ষেত্রে প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। প্রার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবে বলে জানা গেছে।

গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পান ৯২ হাজার ৫৯৫ জন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]