29200

ভাইয়ের জনপ্রিয়তায় আরেক ভাই এমপি

ভাইয়ের জনপ্রিয়তায় আরেক ভাই এমপি

2024-01-09 09:41:04

'ভাই বড় ধন, রক্তের বাধন'
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে কলার ছড়ি মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. আশরাফুর রহমানের ভাই শামীম শাহনেওয়াজ। শামীমের ভাই আশরাফুর নৌকা প্রতীক পেলেও আসনটি জাতীয় পার্টির সাথে সমঝোতার কারনে তাকে বসে যেতে হয়। আশরাফুর উপজেলা ‌চেয়ারম‌্যান থেকে পদত্যাগও করেছিলেন নির্বাচন করতে। তবে নিজে নির্বাচন থেকে সরে গেলেও তিনি তার ভাইকে এমপি পদে জিতিয়ে এনেছেন স্বতন্ত্রভাবে।

পিরোজপুর-৩ আসনে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) শামীম শাহনেওয়াজ ও চার বারের এমপি স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ডা. রুস্তুম আলী ফরাজী।  

এখানে মোট ৮৪টি কেন্দ্র। এতে বিজয়ী প্রার্থী শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি) ৫৫ হাজার ৩২৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি ডা. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৪২ হাজার ৯১৮ ভোট।

আশরাফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]