29253

উদ্ভাবনী মেলার আয়োজন করছে ঢাবি

উদ্ভাবনী মেলার আয়োজন করছে ঢাবি

2024-01-15 18:54:15

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের চিন্তাশীল ও সৃজনশীল ধারণাকে উৎসাহিত করার জন্য সব অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, হল ও অফিসের অংশগ্রহণে উদ্ভাবনী মেলার আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আগামী ৪ মার্চ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে দিনব্যাপী এক ইনোভেশন মেলা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে এ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় 'উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী' সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের চিন্তাশীল ও সৃজনশীল ধারণাকে উৎসাহিত করার জন্য এই ইনোভেশন মেলা আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে পেশাগত দক্ষতা ও গতিশীলতা আসবে এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এছাড়া, ইনোভেশন মেলায় নতুন নতুন উদ্ভাবনের ধারণাসমূহ প্রদর্শিত হবে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক ও সহযোগিতা জোরদার হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]