29255

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ৩৫০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ৩৫০ টাকা

2024-01-15 19:12:06

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন শুরু করতে পারবেন।

রবিবার (১৪ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স বা স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ থেকে শ্রেণি পাঠদান শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]