29366

পায়ে হেঁটে চবি শিক্ষার্থীর ১৫০ কিমি পথ পরিভ্রমণ

পায়ে হেঁটে চবি শিক্ষার্থীর ১৫০ কিমি পথ পরিভ্রমণ

2024-01-31 18:55:26

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও রোভার স্কাউটস মো. জুবায়ের হোসেন পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করেছেন। রাষ্ট্রপতি প্রদত্ত রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট’ অ্যাওয়ার্ড ও ‘পরিভ্রমণ ব্যাজ’ অর্জনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘপথ তিনি অতিক্রম করেন। এ সময়ে তার সঙ্গে ছিল অগ্রপথিক মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউটস কিশোর কুমার চক্রবর্তী।

পাঁচ দিনব্যাপী পরিভ্রমণে তারা চট্টগ্রাম, পটিয়া, লোহাগড়া, চকরিয়া, রামু হয়ে কক্সবাজার পৌঁছান। এ সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন তারা।

এ বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে মো. জুবায়ের হোসেন বলেন, ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট মুক্ত দেশ গড়ি’ ও '‘রোভারিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ দুই স্লোগান সামনে রেখে আমি পরিভ্রমণ শুরু করেছিলাম। আমার মূল উদ্দেশ্য ছিল ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট’ ব্যাজ অর্জন করা। এজন্য পাঁচ দিনের কষ্ট সহ্য করে বিশাল পথ পাড়ি দিয়েছি। এটা আমার জন্য যেমন কষ্টের ছিল তেমনি রোমাঞ্চকরও।

তিনি আরও বলেন, বর্তমানে আমি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার ম্যাট হিসেবে দায়িত্ব পালন করছি। আমার এ যাত্রা পরে যারা রোভার নিয়ে কাজ করবে তাদের জন্য অনুপ্রেরণা ও সহায়ক হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]