29487

আপনি বিবাহিত হোন কিংবা অবিবাহিত

আপনি বিবাহিত হোন কিংবা অবিবাহিত

2024-02-14 11:55:38

মানুষের জীবনে নানা সমস্যা থাকে, জিজ্ঞাসা থাকে যেগুলোর উত্তর জানা প্রয়োজন। কিন্তু জিজ্ঞাসাগুলো বিক্ষিপ্ত, সময়ের অভাবে, সোর্স সম্পর্কে না জানা কিংবা অলসতায় সেগুলো অজানাই থেকে যায়।

বিয়ে করতে গেলে পারিবারিক, সামাজিক কিংবা অন্যান্য অনেক সমস্যা ও বাধা সামনে আসে। তাছাড়া নতুন জীবনে পদার্পণে মনে যেমন আশা সঞ্চারিত হয়, অজানা আশঙ্কাও দানা বাঁধে। অনাগত শঙ্কা ও নানান বাধাকে অতিক্রম করে সুখী জীবন গড়তে প্রয়োজন পূর্ব-প্রস্তুতি। প্রস্তুতি গ্রহণের মধ্যদিয়ে দক্ষ নাবিকের মতো ঢেউয়ের মাঝেও দুরু দুরু বুকে, মনে আশা সঞ্চারিত করে তরুণ-তরুণীকে এগিয়ে যেতে হবে গন্তব্যে। থেমে যাবার যে সুযোগ নেই। বিবাহপূর্ব অর্ধ শতাধিক জীবনঘনিষ্ঠ প্রশ্নোত্তর নিয়েই ‘তরুণ-তরুণীর জিজ্ঞাসা’। 

অন্যদিকে বিয়ের পর দুজনের মনোমালিন্য, বউ-শাশুড়ি দ্বন্দ্বসহ নানান সমস্যা দেখা দেয়। অথচ দাম্পত্যজীবন জান্নাতি সুখ অনুভব করার একটি জীবন। আদম ও হাওয়া আলাইহিমুস সালামের মাধ্যমে জান্নাতে এ-জীবনের সূচনা। দুনিয়াতে এসে এ-জীবনে সুখী হওয়াটা এক বিরাট চ্যালেঞ্জ। ঝিরঝিরে হাওয়া কিংবা ঝড়-ঝাপটা যেমন গাছকে আন্দোলিত করে, তেমনই ছোটো-বড়ো নানান সমস্যা দাম্পত্য জীবনে হানা দেয়। আন্দোলিত করে এ-জীবনকে। কৌশলী না হলে ভেঙে যেতে পারে একটি সুখের সংসার। দাম্পত্যজীবনের বহুমুখী সমস্যা ও চ্যালেঞ্জকে মোকাবিলা করে সুখী হওয়ায় পদ্ধতি ও এ-সংক্রান্ত অর্ধ শতাধিক জীবনঘনিষ্ঠ প্রশ্নোত্তর নিয়েই ‘স্বামী-স্ত্রীর জিজ্ঞাসা'।

বই দুটি সংকলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের লেকচারার তরুণ লেখক, গবেষক, অনুবাদক মোঃ ইয়াকুব আলী। ২০১৯ সালে তার 'সমতাই কি জাস্টিস?' নামক প্রথম বই প্রকাশিত হয় যা পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছিলো। ‘তরুণ-তরুণীর জিজ্ঞাসা’ বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোস্তফা মনজুর। আর  ‘স্বামী-স্ত্রীর জিজ্ঞাসা’ বইটি সম্পাদনা করেছেন লেখক, গবেষক মানযুরুল কারিম সাহেব। বইদুটি প্রকাশ করেছে পেনফিল্ড পাবলিকেশন। বইমেলায় মুহাম্মাদ পাবলিকেশন ১৪০ নং স্টলে এবং খুলনা বইমেলায় পেনফিল্ড পাবলিকেশন ৪৮ নং স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]