শিক্ষার্থীদের ভাবনায় ‘ভালোবাসা দিবস’
2024-02-14 16:01:51
‘ভালোবাসা’ শব্দটিতে অনেক কিছুই লুকিয়ে। এটি কোন দিবস, মাস, বছর কিংবা কালে আবদ্ধ নয়। সবসময়ই থাকে প্রিয়জনের জন্য এক রাশ ভালোবাসা। প্রেমিকের জন্য প্রেমিকার ভালোবাসা, সন্তানের জন্য বাবা মায়ের, ভাইয়ের জন্য বোনের এই ভালোবাসার কোন মাপকাঠি নেই। থাকে রাস্তার ধারে শুয়ে থাকা অভুক্ত মানুষদের জন্যও আমাদের ভালোবাসা। স্রষ্টার সৃষ্টিকূলের প্রতিও ভালোবাসা দেখাতে পেরেছে বলেই মনুষ্য জাতি সৃষ্টির সেরা। কিন্তু ভালোবাসা দিবস নিয়ে রয়েছে নানা মতভেদ।
প্রতি ১৪ ফেব্রুয়ারি ঘটা করে পালিত হয় কথিত এই ভালোবাসা দিবস। কিন্তু এ দিবস আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? কিবা দিচ্ছে সমাজকে? সচেতন তরুণরাইবা কীভাবে দেখছে এ দিনটিকে? এসব বিষয়ে মতামত জানতে ক্যাম্পাস টাইমসের মুখোমুখি হয়েছিল দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কিছু শিক্ষার্থীরা।
ব্যবসায় প্রশাসন বিভাগে পড়াশোনা করছেন আফরিন আক্তার আশা। ভালোবাসা দিবস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড কেন্দ্রিক না, এটি সার্বজনীন। মা-বাবা, ভাই-বোন, প্রিয় মানুষটি থেকে শুরু করে রাস্তার ধারে পড়ে থাকা অভুক্ত শিশুর জন্যও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো যায়। ভালোবাসা দিবস শুধুমাত্র একদিনের জন্য না। তবে একটি দিনকে কেন্দ্র করে যদি বাবা-মাকে বলতে পারি ‘মা’ আমি তোমাকে ভালোবাসি’এবং প্রিয় মানুষটিকে একটা সারপ্রাইজ দিয়ে খুশি করতে পারি কিংবা রাস্তার ধারে পড়ে থাকা শিশুকে পেট ভরে খাওয়াতে পারি, তাহলে মন্দ কি?
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশা মনি বলেন, ভালোবাসা মানে আনন্দ, পরিপূর্ণতা, ভালোলাগা। এটি বলে বোঝানো যাবে না। ভালোবাসা দিবসের ভালোবাসায় বিশ্বাসী নই, কারণ ভালোবাসা সবসময় সমান। প্রত্যেকদিনই ভালোবাসা সমান, তবে আজকের দিনটি একটু ভিন্ন।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবুল কালাম বলেন, ভালোবাসা দিবস খারাপ না, তবে বর্তমান সময়ে যেভাবে উদযাপন করা হচ্ছে সেটির পক্ষে না। একটা দিনকে কেন্দ্র করে যদি আমি প্রিয়জনকে বলতে পারি ‘আমি তোমাকে ভালোবাসি’ তাহলে খারাপ কিসের-সেটি বাবা, মা থেকে শুরু করে গার্লফ্রেন্ডও হতে পারে। পজেটিভভাবে যদি আমরা দিবসটিকে উদযাপন করতে পারি তাহলে খারাপ না। আমাদের ভালোবাসা সবসময়ই সবার জন্য থাকে তবে একটা দিনকে বেছে নিয়ে আমরা যদি ভালোবাসা দিবস পালন করি তাহলে তো খারাপ না। বরং সকলের মধ্যে বন্ধন আরও গাঢ় হয়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, বর্তমানে গার্লফ্রেন্ড (জিএফ) কেন্দ্রিক যে ভালোবাসা চলছে সেটির পক্ষে না। ভালোবাসাকে কখনও কোন দিবসে আবদ্ধ করা যায় না, ভালোবাসা সার্বজনীন, সবসময়।