29551

শিক্ষার্থীদের জব মার্কেটের ধারণা দিতে ঢাবিতে কর্মশালা

শিক্ষার্থীদের জব মার্কেটের ধারণা দিতে ঢাবিতে কর্মশালা

2024-02-21 19:01:58

শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়ে গত বছরের মত এবারও ৩ দিন ব্যাপী ওয়ার্কশপ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত প্রকাশনা সংস্থা ভয়েস অব বিজনেস।

গত ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হাবিবুল্লাহ কনফারেন্স হলে "জব মার্কেট এসেনশিয়ালস ২.০" শীর্ষক ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এসময় চাকরির বাজারের সমসাময়িক ৬টি বিষয় আলোচিত হয়।

অনুষ্ঠানের প্রথমদিন আলোচনার বিষয় ছিলো "ফ্রিল্যান্সিং এবং প্রফেশনাল এক্সাম"। যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এ এইচ আলী, যিনি সোশ্যাল মার্কেটিং এর দক্ষ একজন ফ্রিল্যান্সার। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত এই প্রফেশনের সাথে সংশ্লিষ্ট এবং একজন সফল উদ্যোক্তা হিসেবেও জনপ্রিয়। এবং মোহাম্মদ আব্দুল খাইরুল ইসলাম তিনি আইসিএবি এর একজন সদস্য এবং বর্তমানে সহকারী ম্যানেজার পদে কোটস্ বাংলাদেশ চাকরিরত।

দ্বিতীয় দিনের প্রথম আলোচনার বিষয় ছিলো "পার্সোনাল ব্রান্ডিং", যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ তাজদিন আহমেদ, তিনি বর্তমানে চিফ বিজনেস অফিসার হিসেবে ডেইলি স্টার এবং চিফ ওপারেটিং অফিসার হিসেবে কিরনে কর্মরত আছেন। দ্বিতীয় বিষয় ছিল "রুট টু এমএনসি" এবং বক্তৃতা দিয়েছেন ইমতিয়াজ আহমেদ চৌধুরী, তিনি বর্তমানে সীন্জেনটা লিমিটেডের সেলস্ ডিরেক্টর।

অনুষ্ঠানের শেষদিনের আয়োজন ছিল প্যানেল ডিস্কাশন এবং আলোচনার বিষয় ছিল "আর্ট অব ইনোভেশন"। যেখানে বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্যবসায় উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সহ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের আলোচনা করা হয়। আলোচনায় বক্তৃতা দেন মোহাম্মদ রাশিদুর রহমান, সিদ্ধার্থ গোস্বামী, এবং এনায়েত চৌধুরী ও শেখ ফাহাদ।

"জব মাকেট এসেনশিয়ালস ২.০" ইভেন্টের প্রধান স্পন্সর এর ভূমিকায় ছিল 'কিরন' । মিডিয়া পার্টনার এর ভূমিকা রেখেছে ডেইলি স্টার ও বণিকবার্তা এবং বেভারেজ পার্টনার ছিল নেসলে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন ক্লাবটির সভাপতি নাফিজ আল শাইখ, তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহবান করেন এবং ক্লাবের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এবং অনুষ্ঠানটি সম্পর্কে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তারা জানান এবারও শিক্ষার্থীদের কাছ থেকে তারা বিপুল সাড়া পেয়েছেন।

"জব মার্কেট এসেনশিয়ালস" এবং ভয়েস অব বিজনেস সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন ভয়েস অব বিজনেসের ফেসবুক পেইজে

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]