উচ্চশিক্ষায় বাংলাদেশিদের বৃত্তি বাড়াবে রাশিয়া
2024-02-22 19:01:23
উচ্চশিক্ষা, কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় রাশিয়ার বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের ডিগ্রীর পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চুক্তির বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউমেনিটারিয়ান কোঅপারেশন উইথ ফরেন কান্ট্রিস এর ডেপুটি হেড মি. পাবেল শেফসভ (Mr. Pavel Shevtsov) এর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন রাশিয়ান এম্বাসির কাউন্সিলর মি. পাবেল দুবইচেনকফ (Pavel Dvoychenkov), রাশিয়ার সিনারজি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট খাশিভ আলী খান ব্যসলানোবিচ, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট সাত্তার মিয়া প্রমুখ।