29568

জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

2024-02-23 13:03:33

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।ছাত্র ও ছাত্রীদের পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ছয় শিফটে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত চলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

‘এ’ ইউনিটে ছাত্রদের আসন ২২৩টি এবং সমসংখ্যক ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ ছাত্র এবং ১৬ হাজার ৭১১ ছাত্রী আবেদন করেন।

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ju-admission.org পাওয়া যাবে।

গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘এ’ ইউনিটভুক্ত।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]