29585

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেলস ফেয়ার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেলস ফেয়ার অনুষ্ঠিত

2024-02-25 18:13:51

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো 'সেলস ফেয়ার' এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। ৩য় বর্ষ ২য় সেমিস্টারের 'বিজনেস মার্কেটিং' কোর্সের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে বিভাগের ৫ম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা এ মেলার আয়োজন করেছে। এতে মিডিয়া পার্টনার হিসেবে ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক রয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক সাইফুল ইসলাম দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

পরবর্তীতে দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ মেলা পরিদর্শন করেন।

এদিকে মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক, সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক, ইবির সাবেক শিক্ষার্থী ও এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড’র কর্ণধার মো. মোকাদ্দেস হানিফ টলিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, কোর্স শিক্ষক ও মেলার তত্ত্বাবধায়ক প্রভাষক মোঃ রুহুল আমিন। সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী নিশাত ও আরমান।

মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ বলেন, মার্কেটিং বিভাগের এ সেলস ফেয়ার শিক্ষার্থীদের সেলসের বিষয়ে উৎসাহিত করবে। পাশাপাশি তারা হাতেকলমে শিক্ষা লাভ করবে। এসময় তিনি "সেলস ফেয়ার ২৪" এর মিডিয়া পার্টনার হওয়ায় দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং দৈনিক ইত্তেফাকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ তথা বিশ্বের মার্কেটিং ইতিহাসে সবচেয়ে দূর্লভ একটি ঘটনা বাংলাদেশের মানুষকে বোতলজাত পানি পানে আগ্রহী করে তোলা। বছরের পর বছর ধরে মার্কেটিং এর কাজ করার ফলেই এটি সম্ভব হয়েছে। তারমানে মার্কেটিং হল একটি দর্শন। সেলস আর মার্কেটিং এর পার্থক্য এখানেই। এসময় তিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিদেশমুখী না হয়ে কিংবা সরকারি চাকরির পেছনে না ছুটে মার্কেটিয়ার হওয়ার পরামর্শ দেন।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]