29628

বিজনেস ক্লাবের আয়োজন ‘ট্রান্সফরমেশন কর্মশালা’

বিজনেস ক্লাবের আয়োজন ‘ট্রান্সফরমেশন কর্মশালা’

2024-03-01 22:47:19

পেশা হিসেবে ‘মার্কেটিং ও করপোরেট’ সেক্টরকে বেছে নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব। ‘ট্রান্সফরমেশন লেভেল-১’ প্রশিক্ষণ কর্মশালার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যাল, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে।

প্রশিক্ষনটিতে পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো, মাইক্রোসফট এক্সেল, মোবাইল গ্রাফিক্সের মতো ব্যবসায়ের জন্য কাজে লাগে এমন ১৬ টি বিষয়ের উপরে প্রশিক্ষন দেওয়া হবে। প্রশিক্ষণের জন্য প্রত্যেকটি ভিন্ন বিষয়ের ওপর থাকবে বিশেষ প্রশিক্ষক।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমির পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসের কথা উল্লকরে বিজনেস ক্লাবের সভাপতি সিয়াম হোসেন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এই কোর্সটিতে অংশগ্রহণ করছে। আশাকরি ৬ সপ্তাহের এই প্রশিক্ষনের মাধ্যমে সবাই নিজেকে ট্রান্সফর্ম করে নিজেকে কিছুটা হলেও দক্ষ করে তুলতে পারবে।



সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]