29725

নজরুল বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে শিক্ষার্থীদের তালা

নজরুল বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে শিক্ষার্থীদের তালা

2024-03-13 18:58:18

ছাত্রীকে হেনস্তা এবং অনৈতিক প্রস্তাবের ঘটনায় তালাবদ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বুধবার ১৩ মার্চ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায়ী প্রশাসন অনুষদ ভবন, কলা ভবন ও বিজ্ঞান ভবনে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা ও বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এর আগে অভিযুক্তদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

গত সোমবার (১১ মার্চ) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি তদন্ত সাপেক্ষে মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পরে মঙ্গলবার (১২ মার্চ) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে চার ঘণ্টা আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এ সময় শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসে আস্থা রেখে পরবর্তী কার্যক্রম স্থগিত রাখে শিক্ষার্থীরা। এরপর আজ ১৩ মার্চ দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের এক অফিসিয়াল আদেশে ওই অভিযুক্ত শিক্ষক সাজন সাহা এবং বিভাগীয় প্রধানকে বাধ্যতামূলক ছুটি পাঠানো এবং বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যবহিত দিলে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে দেড় কিলোমিটার দূরে ঢাকা- ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা।

এর আগে গত ৪ মার্চ মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীসহ একাধিক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ধারা�

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]