29762

বঙ্গবন্ধুর জন্মদিনে বেরোবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর জন্মদিনে বেরোবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

2024-03-17 14:15:17

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

আজ রবিবার (১৭ মার্চ) বেলা ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সভাপতি শিপন তালুকদার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুর‍্যালের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সম্পাদক কামরুজ্জামান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের জায়ীদ এবং ইমন আলীসহ অন্যান্য নতুন এবং তরুণ সাংবাদিকবৃন্দ এবং সদস্যবৃন্দ।

এর ছাড়াও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বেরোবি উপাচার্য সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতি, নীল দল, বঙ্গবন্ধু পরিষদ, বেরোবি শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হল ও বিভাগ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল সোয়া ৯টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ জাতীয় পতাকা এবং ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে সকাল পৌনে ১১টায় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু মেধাবৃত্তি প্রদান করেন উপাচার্য, ট্রেজারারসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে সকালে ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে আগামীতে বঙ্গবন্ধু মেধাবৃত্তির সংখ্যা বর্ধিত করা হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন সৎ নাগরিক হিসেবে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সম্পৃক্ত হতে তরুণ সমাজের প্রতি আহবান জানান প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালন কমিটির আহবায়ক ও বেরোবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গণিত বিভাগের প্রফেসর কমলেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মশিয়ার রহমান, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম। আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বিদেহী আত্মার শান্তি কামনা করে বাদ আসর কেন্দ্রিয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]