29869

বাকৃবিতে হাসিমুখের ইফতার ও ইদ উপহার বিতরণ

বাকৃবিতে হাসিমুখের ইফতার ও ইদ উপহার বিতরণ

2024-03-29 22:49:31

দুস্থ, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সাথে ইদের খুশি ভাগাভাগি করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) সেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের ইদ উপহার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত এমন ৫৫ জন মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এসময় আরো একটি মাদ্রাসার জন্য মাদ্রাসার প্রতিনিধি শিক্ষার্থীদের কাছে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয় ও এসব সুবিধাবঞ্চিত মানুষের সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি সম্মেলন কক্ষে ওই ইদ সামগ্রী ও কুরআন শরীফ বিতরণী এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, সংগঠনটি ময়মনসিংহ সদরের ফকিরাকান্দা, সুতিয়াখালি ও ক্যাম্পাসের বিভিন্ন অসহায় দরিদ্র এমন ৫৫ জন মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ করে। ইদ সামগ্রী উপহারের প্যাকেটে চাল, ডাল, তেল, লাচ্ছা সেমাই, আটা, চিনি, ছোলা, পোলাও চাল সহ আরো খুচরা জিনিসপত্র দেওয়া। এছাড়াও এসময় ময়মনসিংহ সদরের বয়ড়া পূর্বপাড়ার বায়তুল কুরআন মাদ্রাসার প্রতিনিধি শিক্ষার্থীদের কাছে ৬টি পবিত্র কুরআন শরিফ প্রদান করা হয়।

হাসিমুখের সহ-সভাপতি অধ্যাপক ড. ফাতমা হক শিখার সভাপতিত্বে এবং ইফতার মাহফিল ও ইদ উপহার বিতরণ -২৪ কমিটির আহবায়ক নাজমুস সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার এবং হাসিমুখের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন । এছাড়াও হাসিমুখের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]