29898

রেলওয়ে ডিজির সহায়তায় বশেমুরবিপ্রবি'র ফাইন্যান্স বিভাগের ইন্ডাস্ট্রি ভিজিট

রেলওয়ে ডিজির সহায়তায় বশেমুরবিপ্রবি'র ফাইন্যান্স বিভাগের ইন্ডাস্ট্রি ভিজিট

2024-04-02 18:39:10

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের ১.৫ ক্রেডিটের ইন্ডাস্ট্রি ভিজিট সম্পন্ন করা হয়েছে। বিভাগটি ইন্ডাস্ট্রি ভিজিট করতে কুষ্টিয়ার বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রি লিমিটেডে গিয়েছিলেন।

যাতায়াত ব্যবস্থা হিসেবে গোপালগঞ্জ টু রাজশাহী যাতায়াতকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ একটি বগি পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সহায়তায় সম্পূর্ণ রিজার্ভ নেওয়া হয়। রবিবার ভোর ৬.৩০ টায় শিক্ষার্থীরা ট্রেনে করে ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য রওনা দেন এবং রাত ১০.৩০ টার দিকে তারা ভিজিট সম্পন্ন করে ক্যাম্পাসে(গোপালগঞ্জ) ফিরে আসেন।

এইদিন শুধুমাত্র শিক্ষার্থীদের এই সফরের জন্য রেল মন্ত্রণালয়ের নির্দেশে এবং পশ্চিমাঞ্চল রেলওয়ে মন্ত্রণালয়ের মহাব্যবস্থাপকের সহায়তায় ট্রেনে একটা আলাদা বগি সংযোজন করা করা হয়,যার ফলে শিক্ষার্থীদের যাতায়াতে কোনো প্রকার সমস্যায় পড়তে হয়নি। শিক্ষক এবং শিক্ষার্থীরা উক্ত ব্যবস্থার জন্য রেলওয়ে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

উক্ত ট্যুরে উপস্থিত ছিলেন বিভাগটির চেয়ারম্যান তন্ময় বর্ম্মন, প্রভাষক এসএম মাসুদুর রহমান, মোঃ নাহিদুজ্জামান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান সঞ্জয় কুমার এবং ২০১৮-১৯ সেশনের ৭১ জন শিক্ষার্থী।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]