29949

পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন প্রদীপ কুমার পাণ্ডে

পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন প্রদীপ কুমার পাণ্ডে

2024-04-18 12:09:56

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। এই পদে দায়িত্ব পালন করতে শপথ গ্রহণ করেন তিনি। তাকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়ানো হয়।

বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মো. শফিকুল ইসলাম।

এর আগে, গত মার্চ মাসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দিয়েছেন। পরে ১৯ মার্চ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রদীপ কুমার পাণ্ডেকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

মূলত বিভিন্ন সরকারি চাকরি ও পদে নিয়োগের লক্ষ্যে কাজ করে সাংবিধানিক সংস্থা পিএসসি। এ ছাড়া আরও কিছু কাজ করে পিএসসি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]