30300

নীলক্ষেত: মেয়েদের 'সুলভ মূল্যে ভালো মানের' পোশাকের ব্র্যান্ড টেইলোকেয়ারের আউটলেট উদ্বোধন

নীলক্ষেত: মেয়েদের 'সুলভ মূল্যে ভালো মানের' পোশাকের ব্র্যান্ড টেইলোকেয়ারের আউটলেট উদ্বোধন

2024-05-25 14:22:37

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর নীলক্ষেতের সিটি করপোরেশন মার্কেটে মেয়েদের পোশাকের ব্র্যান্ড টেইলোকেয়ারের আউটলেট উদ্বোধন করা হয়েছে৷ এই আউটলেটের উদ্যোক্তারা ক্রেতাদের 'সুলভ মূল্যে ভালো মানের' পোশাক দেওয়ার অঙ্গীকার করেছেন৷

নীলক্ষেতের বইয়ের মার্কেটের বিপরীত পাশে অবস্থিত সিটি করপোরেশন মার্কেটটি লেপ-তোশকের মার্কেট হিসেবে পরিচিত৷ এই মার্কেটে লেপ-তোশকের পাশাপাশি আছে খাবারের রেস্তোরাঁ ও ছবি তোলার স্টুডিও৷ এই মার্কেটেরই ৭৯ নম্বর দোকানে আউটলেট স্থাপন করেছে টেইলোকেয়ার৷ শুক্রবার (২৪ মে) বিকেলে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়৷

টেইলোকেয়ারের সত্ত্বাধিকারী প্রতিশ্রুতিশীল তরুণ উদ্যোক্তা মীর আশরাফুল হক৷ তিনি জানান, টেইলোকেয়ারের এই আউটলেটে মেয়েদের পায়জামা, ওয়ান পিস, থ্রি-পিস ইত্যাদি পাওয়া যাচ্ছে৷ শুধু মুনাফা নয়, এর সাথে সেবার মানসিকতা নিয়ে টেইলোকেয়ার তার কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করে যাবে৷

মীর আশরাফুল হক বলেন, 'সুলভ মূল্যে ভালো মানের পণ্য দিচ্ছে টেইলোকেয়ার৷ অনলাইন বা অন্য যেকোনো মার্কেটে যে মূল্যে এ ধরনের পোশাক বিক্রি করা হয়, টেইলোকেয়ার তার চেয়ে অনেক কম দামে ভালো মানের পোশাক দিচ্ছে৷ কাপড়টা আরামদায়ক কি না, সেটা মাথায় রেখে যত্ন নিয়ে পোশাক তৈরি করে টেইলোকেয়ার৷ এ ছাড়া বাহারি নতুন নতুন ডিজাইনের পোশাক পাওয়া যায় এখানে৷ টেইলোকেয়ার থেকে পোশাক কিনে ক্রেতারা সন্তুষ্টি অনুভব করবেন, এটুকু আমরা নিশ্চিত করেই বলতে পারি৷'

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]