30639

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 

2024-07-10 20:56:37

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বুধবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মহাসড়ক অবরোধের ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানযট। সাময়িকভাবে রাজধানীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার। অবরোধ কালে বৃষ্টি শুরু হলেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

সরকারি চাকরির সকল গ্রেডে (৯ম-২০তম) বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ ৫% রাখার দাবিতে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে এই কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনের একপর্যায়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ও জন ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। আগামীতে কোটা বিরোধী আন্দোলনের জাতীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী নজরুল বিশ্ববিদ্যালয়েও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ছাড়া আর কোনো কোটা রাখার প্রয়োজনীয়তা নেই। সকল সরকারি চাকরিতে মেধাবীদের অবস্থান নিশ্চিত করতে হবে। এই বাদি আদায় না হওয়া পর্যান্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হৃদয়বিশ্বাস বলেন, হাইকোর্টের রায় নয় পার্লামেন্টে আইন করে কোটা ব্যাবস্থা সংশোধন করতে হবে। সরকারিতে কোটা দিয়ে মেধাবীদের বঞ্চিত করা যাবে না। আমরা রাষ্ট্রের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আমরা এই বৈষম্য মূলক কোটা ব্যাবস্থা নিরসন করা না হলে আমাদের আন্দোলন চলবে। 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]