30675

কোটা সংস্কার আন্দোলনকারীদের গণপদযাত্রা শুরু

কোটা সংস্কার আন্দোলনকারীদের গণপদযাত্রা শুরু

2024-07-14 12:33:15

 

কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত এক দফা দাবিতে পদযাত্রা শুরু হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করা শিক্ষার্থীরা।

রোববার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে শাহবাগ হয়ে প্রেসক্লাব অভিমূখে রওনা হন তারা। এতে হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানা গেছে।

 

শনিবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ গণ পদযাত্রা শুরু হয়েছে। এ গণপদযাত্রার মাধ্যমে বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে তাদের।

গণ পদযাত্রায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, শেরে বাংলা কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: [email protected]