বেরোবিতে নিহত আবু সাঈদের নামে চত্বর ও গেইট উদ্বোধন
2024-07-17 18:08:22
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় তার নামে বিশ্ববিদ্যালয়ের ১ নাম্বার গেইটের নাম পরিবর্তন করে নাম আবু সাঈদ গেইট এবং রংপুর পার্কের মোড়ের নাম পরিবর্তন করে শহিদ আবু সাঈদ চত্বর নামকরণ করেন শিক্ষার্থীরা ।
আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ২ টায় নিহত শিক্ষার্থীদের গায়েবি জানানজা শেষে কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে গেইট এবং চত্বর উদ্বোধন করেন সাধারণ শিক্ষার্থীরা ।
গত কাল (১৬ জুলাই) দুপুর ৩টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।
নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা বলেন, "আমাদের ভাইয়ের নাম্বার গেইট এবং চত্বর উদ্বোধন করলাম এখন থেকে সবাই এ নামে ডাকবো। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। আমাদের এক দফা এক দাবি আন্দোলন চলবেই। এইভাবে আমরা আরো রক্ত দিতে প্রস্তুত আছি। "