ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি
2024-07-24 20:02:13
চলমান কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
গত ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড হারুনুর রশিদ খানকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুর আহম্মদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও অ্যাডভোকেট অধ্যাপক শফিকুল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই ও তার পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট। কমিটিকে আগামী ৮ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।