30847

ঢাবি ছাত্রলীগের সৈকত ও মহানগর উত্তরের রিয়াজ বিমানবন্দরে আটক

ঢাবি ছাত্রলীগের সৈকত ও মহানগর উত্তরের রিয়াজ বিমানবন্দরে আটক

2024-08-06 17:53:10

দেশ ছেড়ে পালাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়ে আটক হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতা। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র।

আটক দুজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

তবে তারা কোন দেশে পালানোর চেষ্টা করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]