শাবিপ্রবির ভিসি-প্রোভিসি-ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণা
2024-08-09 10:47:45
২৪ ঘণ্টার আল্টিমেটাম পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পদত্যাগ করেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) অধ্যাপক ড. মো. কবির হোসেন ও ট্রেজারার অধ্যাপক আমিনা পারভীন।
আল্টিমেটামের মধ্যে পদত্যাগ না করায় তাদের শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম।
তিনি বলেন, আমরা ভিসি, প্রোভিসি ও ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছি। আমাদের আল্টিমেটাম বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল। এসময়ের মধ্যে তারা পদত্যাগ না করায় আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। একই সঙ্গে প্রশাসনিক অন্যান্য দায়িত্বে থাকা যেসব ব্যক্তিরা এখনো পদত্যাগ করেননি তাদেরও অবাঞ্ছিত ঘোষণা করেছি।
তিনি আরও বলেন, ছাত্রবান্ধব নতুন প্রশাসক নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি। এ লক্ষ্যে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়েছে।