3096

আন্তর্জাতিক শর্টফিল্ম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

আন্তর্জাতিক শর্টফিল্ম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

2017-10-29 00:10:25

‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া’র অর্থায়নে ‘শান্তির স্বপক্ষে আমরা চলচ্চিত্র উৎসব’-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ‘দ্য আনবর্ন লেটার’ চ্যাম্পিয়ন হয়েছে।

বিচারকদের রায় এবং জনসাধারণের অনলাইন ভোটের প্রেক্ষিতে এই ফলাফল নির্ধারিত হয়।

একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ১২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী। এই প্রসঙ্গে পরিচালক সিফাত হাসান সঙ্গীত বলেন, “আমাদের দলের অধিকাংশ সদস্যেই এটি প্রথম কাজ। তারপরও আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য সম্মান বয়ে আনার। এই সাফল্যের জন্য দলের প্রত্যেক সদস্যের কাছে আমি কৃতজ্ঞ।”

প্রধান সহকারি পরিচালক রাগীব রহমান বলেন, “একজন নারী জন্ম থেকে শুরু করে তার আপনজন; যেমন- পরিবার, খেলার সাথী, বন্ধু, প্রতিবেশী, প্রেমিক, স্বামী ও সন্তানের দ্বারা কীভাবে বৈষম্যের শিকার হয়; তা আমরা তুলে ধরতে চেষ্টা করেছি।”

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় শর্টফিল্ম টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান। 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করে ঢাকাবিশ্ববিদ্যালয়ের ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।সার্বিক সহযোগিতায় ছিলো ‘এমসিজেফিল্মক্লাব’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে আরও অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

 

এমএসএল 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]