31145

শহীদদের স্মরণে ডিআইইউতে কাওয়ালী সন্ধ্যা

শহীদদের স্মরণে ডিআইইউতে কাওয়ালী সন্ধ্যা

2024-09-23 16:06:05

জুলাই বিপ্লব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বিকাল ৩ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এসময় গজল, হামদ, নাত ও কাওয়ালী ইসলামিক সংগীতে অনুষ্ঠানটিতে নামে শিক্ষার্থীদের ঢল। কানায় কানায় ভরপুর হয়ে উঠে ডিআইইউ প্রাঙ্গণ। এই আয়োজনে সাইমুম শিল্পীগোষ্ঠীর পাশাপাশি সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী কলরব।

আয়োজন উপভোগ করতে আসা শিক্ষার্থী শান্তা ইসলাম বলেন, বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ক্যাম্পাসে এধরণের আয়োজন। এই আয়োজন তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরিয়ে এনেছে। এ আয়োজন ডিআইইউ ইতিহাসে একটি ব্যাতিক্রম আয়োজন বলা চলে। এভাবেই চারদিকে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে।

আয়োজকদের একজন মোঃ মুহতাসিম ফুয়াদ। তিনি বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিন্ন ধর্মী এই আয়োজন এবার প্রথম। প্রচুর দর্শকদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতে এ ধরণের আয়োজন আরো বড় পরিসরে করার চিন্তা রয়েছে।

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]