31219

ডিআইইউসাস'র আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

ডিআইইউসাস'র আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

2024-10-02 22:21:37

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে "অনলাইন ওয়ার্কশপ অন বেসিক জার্নালিজম" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে অনলাইন প্লাটফর্ম জুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটির মাধ্যমে সাংবাদিকতার সাধারণ জ্ঞান সস্পর্কে এবং মানুষের মধ্যে সঠিক তথ্য তুলে ধরার ব্যাপারে গণমাধ্যমের নানা দিক তুলে ধরা হয়। এবং সাংবাদিকতায় আগ্রহী নতুনদেরকে এ সম্পর্কে ধারণা দিতেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এতে তারা পেশাগত দায়িত্ব পালনকালে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

প্রশিক্ষণটিতে প্রথম সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মুছা মল্লিক এবং দ্বিতীয় সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন বার্তা বাজারের নিজস্ব প্রতিবেদক মোঃ রাকিবুল ইসলাম।

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]