31247

ডিআইইউতে আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত

ডিআইইউতে আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত

2024-10-05 10:14:12

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ ) সিভিল ইঞ্জিনিয়ারিং কালচারাল ক্লাবের আয়োজনে আঞ্চলিক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এবারের আঞ্চলিক রম্য বিতর্কের বিষয় ছিলো - 'বঙ্গদেশে আমিই সেরা'।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে এ রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এসএম সাজ্জাদ হোসেন শোভন, প্রক্টর এবং হল প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, প্রো-ভিসি ড. গনেশ চন্দ্র সাহা সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিতর্কে যার যার জেলাকে রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বিতর্ক প্রতিযোগীরা। প্রশ্ন-তর্কে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে তারা নিজ নিজ অঞ্চলকে শিক্ষার্থী-দর্শকের মাঝে তুলে ধরেন। এ সময় অঞ্চলভেদে ৮টি চরিত্র তুলে ধরা হয়। চরিত্রের ক্রমানুসারে অঞ্চলভেদে প্রতিযোগীরা হলেন - আরাফাত (বরিশাল), নাইমুর (পাবনা), শুভ (ময়মনসিংহ), হাবিবুল (জামালপুর), আবীর (চট্রগ্রাম), শরিফ (কুমিল্লা), রায়হানুজ্জামান (রংপুর) এবং তাসনীম (গাইবান্ধা)।

বিতর্ক শেষে বিচারক এবং দর্শক জরিপের মাধ্যমে রম্য বিতর্কে চ্যাম্পিয়ন হন আরাফাত (বরিশাল) এবং রানারআপ হন তাসনীম (গাইবান্ধা)। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]