31331

কমনওয়েলথ স্কলারশিপে আবেদনের জন্য যা লাগবে

কমনওয়েলথ স্কলারশিপে আবেদনের জন্য যা লাগবে

2024-10-13 13:07:47

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সবচেয়ে জনপ্রিয় স্থান। দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থা বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। এ স্কলারশিপের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। এ প্রোগ্রামের অর্থায়ন করে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)।

যুক্তরাজ্যে প্রায় ১৩০টির মতো নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। আছে পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি। যেখানে রয়েছে প্রায় ১৫০ মিলিয়ন বই। যুক্তরাজ্যে ২০০টি দেশ থেকে প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন।

আবেদনের যোগ্যতা

*কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে
*স্নাতকে ভালো ফল থাকতে হবে
*সেপ্টেম্বর ২০২৫-এ স্নাতকোত্তর বা পিএইচডির শিক্ষাবর্ষ শুরুর জন্য প্রস্তুত হতে হবে
*আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে
*ইংরেজি দক্ষতার সনদ। তবে স্কলারশিপের আবেদনের জন্য ইংরেজি ভাষার দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে না
*২০২৫ সালের মধ্যে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাস্টার্স করার ক্ষেত্রে কারণ দর্শাতে হবে
প্রমাণ করতে হবে এ স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্যে পড়ার সামর্থ্য নেই

প্রয়োজনীয় কাগজপত্র

*অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
*রেফারেন্স লেটার
*মোটিভেশন লেটার

আবেদন প্রক্রিয়া

স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করা যাবে অনলাইনে।

স্নাতকোত্তর: স্নাতকোত্তরে আবেদন করতে বিস্তারিত https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-masters-scholarships/

পিএইচডি: পিএইচডিতে আবেদন করতে এবং আবেদনের বিস্তারিত জানতে https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-phd-scholarships-for-least-developed-countries-and-vulnerable-states/

আবেদনের শেষ সময়: আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]