মুক্তি পেলো বুটেক্সসাস প্রতিষ্ঠাতা সভাপতির পরিচালনায় নাটক 'ভাইভাম্যান'
2024-10-25 14:26:30
বন্ধুত্ব, প্রেম ও প্রতারণার গল্প নিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ নির্মাতা মিকসেতু মিঠুর পরিচালনায় ইউটিউবে মুক্তি পেয়েছে নাটক 'ভাইভাম্যান'। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, মারিয়া শান্ত, আবদুল্লাহ সেন্টু, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়সহ আরো অনেকে।
তিস্তা ভিসন-এর প্রযোজনায় নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিকসেতু মিঠু। নাটকটির শ্যুটিং হয়েছিল বুটেক্স ক্যাম্পাসে। বুটেক্স সাহিত্য সংসদের একাধিক শিক্ষার্থী এতে অভিনয় করেন।
চাকরিতে প্রতারণার ঘটনা নিয়ে নির্মিত এই নাটকে রয়েছে বন্ধুত্বের এক হৃদয় বিদারক গল্প। চাকরিতে প্রতারণা দেশে যেন খুব সাধারণ একটা ঘটনা। বেকাররা আজ নানা দিক থেকে অবহেলিত। সেই বেকারদের সাথেই প্রতারণা করে একদল প্রতারক। এই ক্রাইসিসটাকেই উপজীব্য করে গল্পটা নির্মাণ করা হয়েছে।
গল্পে দেখা যায়, আসাদ চরিত্রে অভিনয় করা পার্থ শেখ একজন বেকার, একের পর এক ভাইভা দিয়ে যাচ্ছেন চাকরি হচ্ছে না। তার প্রেমিকা শীলা চরিত্রে অভিনয় করা মারিয়া শান্ত চাকরিজীবী। বেকার প্রেমিককে ভাইভার আদব কায়দা, নিয়ম কানুন শিখিয়ে পড়িয়ে নেয় প্রেমিকা শীলা। কিন্তু লাভের লাভ কিছু হয় না। আবারো পরের ভাইভায় বাদ পড়ে যায় সে। কিন্তু একদিন ঠিকই এক ভাইভায় চাকরি হয়ে যায় আসাদের কিন্তু চাকরির জন্য টাকা চেয়ে বসে সেই কোম্পানি, আর সেখানেই বাঁধে বিপত্তি। এভাবেই এগিয়ে যায় গল্প।
শেষে আছে দারুণ কিছু টুইস্ট। বেড়িয়ে আসে বন্ধুত্বের গল্প, প্রতারণার গল্প। নাটকে বন্ধু শিরোনামে একটি গান আছে। গানটি লিখেছেন মিকসেতু মিঠু, কন্ঠ দিয়েছেন শিল্পী খৈয়াম সানু সন্ধি। নাটকের চিত্রগ্রহণে ছিলেন মোঃ নাহিদ।
ভাইভাম্যান নাটকটি দেখা যাচ্ছে শুধুমাত্র ব্যাকবেঞ্চার ফিকশন এর ইউটিউব চ্যানেলে।