31482

ইউএস বাংলার উড়োজাহাজে মিলল পৌনে ৮ কোটি টাকার স্বর্ণ

ইউএস বাংলার উড়োজাহাজে মিলল পৌনে ৮ কোটি টাকার স্বর্ণ

2024-10-27 22:56:05

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলার একটি উড়োজাহাজ থেকে (৬. ৯৬ কেজি) বা ৭ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৭ অক্টোবর) বিকাল ৩ টা ৫০ মিনিটে ব্যাংকক (থাইল্যান্ড) থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নং বিএস-২১৮ টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটি অবতরনের পর সকল যাত্রী নেমে গেলে বিমানটি তল্লাশি করা হয়।

তল্লাশিকালে সিট নং ১৪ এ ও ১৫ এ এর নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই রংয়ের ও কালো রংয়ের স্কচট্যাপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিলে অস্তিত্ব লক্ষ্য করে কাস্টমস গোয়েন্দারা। পরবর্তী বান্ডিল দুটি গ্রীণ চ্যানেলে আনা হয় এবং এয়ারপোর্টে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বান্ডিল দুটি খোলা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ- পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, বান্ডিল দুটি খুলে ৬০ পিস স্বর্ণবার পাওয়া যায় যার প্রতি পিসের ওজন ১১৬ (একশত ষোলো) গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণবারগুলো মোট ওজন ৬.৯৬ কেজি যার আনুমানিক বাজার মূল্য সাত কোটি ছিয়াশি লক্ষ টাকা।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]