31492

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

2024-10-28 15:54:44

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সব ধরনের লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরণের রাজনৈতিক সম্পৃক্ততাও নিষিদ্ধ করা হয়েছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বারবার ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়ে ছিল।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, আজ ৭২ শিক্ষার্থী এই হামলার সাথে জড়িত তার আজ মামলার সাথে জড়িত হচ্ছে শুধু রাজনীতির কারণে। আমরা চাই না পরবর্তীতে এরকম লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি কারণে আমাদের উপর হামলা করুক তারা এরকম শিকার না হক। এই নিয়ম যেটা আইন আকারে প্রকাশ করা হয়।

আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একমাত্র ক্যাম্পাস নয় যেখানে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বুয়েট মতো প্রতিষ্ঠান আছে রাজনীতি নেই। আমরা তাদের মতই সুন্দর একটি ক্যাম্পাস চাই। যেখানে আমরা শিক্ষার্থীরা হয়রানি মূলক আচরণ থেকে রক্ষা পাবো।

এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের গেজেট আকারে চার এর ঘ অনুয়ায়ী কোন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারবে না। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, হল বাণিজ্য, হল দখন টেন্ডারবাজি সকল প্রকার লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি বন্ধ থাকবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]