31496

ইবিতে আইসিটি সেলের দায়িত্ব গ্রহণ করলেন ড. শাহজাহান

ইবিতে আইসিটি সেলের দায়িত্ব গ্রহণ করলেন ড. শাহজাহান

2024-10-28 19:37:48

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আই সি টি সেলে নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো. শাহজাহান আলী দায়িত্ব গ্রহন করেন। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলায় আই সি টি সেলে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, অধ্যাপক ড. মো. নজিবুল হক, অধ্যাপক ড. মোঃ আব্দুস সামাদ, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলামসহ আই সি টি সেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানটি আই সি টি সেলের সিস্টেম এনালিস্ট ড. মো. নাইম মোরশেদের সঞ্চালনায় দায়িত্ব গ্রহন অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের আই সি টি সেলের সেবা প্রদানের কার্যক্রমগুলো প্রদর্শন করেন এবং প্রযুক্তিগত সেবার মান আরো কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

 

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: [email protected]