31497

ইবির প্রেস প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ড. মফিজুল ইসলাম

ইবির প্রেস প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ড. মফিজুল ইসলাম

2024-10-28 19:40:56

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস প্রশাসক হিসেবে নবনিযুক্ত পরিচালক আরবী ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মফিজুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নীচে অবস্থিত প্রেস প্রশাসকের কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সদ্য সাবেক প্রেস প্রশাসক অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ, অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ প্রেস প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ.কে.এম মফিজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রেস অফিসের যথেষ্ট ভূমিকা রয়েছে। ইতোপূর্বে এই অফিসকে গুরুত্বের সাথে নেয়া হয়নি। এই অফিসের কারণে বিশ্ববিদ্যালয় অচল হয়ে যেতে পারে। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টা যদি সুন্দরভাবে সাজানো যায় তাহলে বিশ্ববিদ্যালয় লাভবান হবে। অনেক শিক্ষক বই, গবেষণা লেখালেখির সাথে জড়িত। তাদেরও যদি এই প্রেসের মাধ্যমে সার্ভিস দেওয়া যায় তাহলে আরও সুবিধা হবে। বর্তমানে যেসব কাজ বাইরে থেকে করানো হয় সেগুলো এখানে করানো গেলে বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে অনেক সাশ্রয় হবে।

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]